সোনারগাঁয়ে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১’র সদস্যরা।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেন্সিডিল। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে র্যাব-১১’র সদর দপ্তর থেকে গনমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলে- মো. জাহাঙ্গীর আলম (২৫), মো. তরিকুল ইসলাম (২৮), মো. দুলু মোল্লা (২৮), মো. নাসির (৩৫), তরিকুল ইসলাম (৩১) ও মো. আশিক মিয়া (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার (২০ আগষ্ট) দিবাগত রাত পৌনে ৮টায় র্যাব-১১, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের সোনাখালী এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেন্সিডিলসহ ৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।