নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ । এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। একই অভিযানে ১০১ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।র্যাব জানায়, সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচকানির কান্দি এলাকায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো—মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম, সহিদ এবং মনির হোসেন। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার, ছুরি ও দা।মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি মেঘনা ব্রিজ টোলপ্লাজার আশপাশে যানজটের সুযোগ নিয়ে বা কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে হামলা চালিয়ে মূল্যবান সামগ্রী লুট করে আসছিল।অভিযানের অন্য অংশে, পিরোজপুরের বটতলা এলাকা থেকে মাদকবাহী একটি মিনি ট্রাক জব্দ করা হয়, যাতে ১০১ কেজি গাঁজা ছিল। তবে এই ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে র্যাব জানিয়েছে।