স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা কৃষকলীগের উদ্যোগে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহবায়ক করিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সচিব শাহ জামাল খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃসিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম সেলিম, মোঃ ইউসুফ মিয়া, মোঃ মাসুদ রানা যুগ্ম আহবায়ক, মোঃ আরাফাত আলী, মোঃ সিরাজ মিয়া সদস্য, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ, মোঃ জহিরুল ইসলাম খোকন সদস্য সচিব, সোনারগাঁ উপজেলা কৃষকলীগ।
আলোচনায় সভায় সভাপতি শাহ জামাল খোকন বলেন, সোনারগাঁ কৃষকলীগের পূর্বে কোন কমিটি ছিল না। এখন থেকে সোনারগাঁ কৃষকলীগের আহবায়ক করিম আহমেদ ও সদস্য সচিব জহিরুল ইসলাম খোকন এর নেতৃত্ব সোনারগাঁয়ে কৃষকলীগের আহবায়ক কমিটি পরিচালিত হবে। আমি আশা করি সোনারগাঁ কৃষকলীগ স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য সংখ্যা মোট ১১জন, উক্ত ১১ জন সদস্যদের মধ্যে ৮ জনের স্বাক্ষরিত সোনারগাঁ কৃষকলীগের আহবায়ক কমিটি প্রকাশ হয়। বাকি ৩ জনের মধ্যে একজন আহবায়ক ২ জন সদস্য।
উক্ত কমিটির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.হাবিবুর রহমান মোল্লা বলেন:- আমার জানা মতে বর্তমান সোনারগাঁ কৃষকলীগের আহবায়ক করিম আহমেদ ও সদস্য সচিব জহিরুল ইসলাম খোকন দীর্ঘদিন যাবৎ কৃষকলীগের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে মিটিং মিছিল ও শান্তি সমাবেশে স্বক্রিয়ভাবে ভুমিকা রাখার পাশাপাশি জামাত শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকেন। আমরা সোনারগাঁ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানাই।