রুদ্রবার্তা২৪.নেট: সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন। এসময় সোনারগাঁও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা দিয়ে মোহাম্মদ আলী হায়দার বলেন, সোনারগাঁও উপজেলার সাধারন মানুষের অনুরোধে ও নেতা কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি দলের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে আজ জমা দিলাম।
আমি ‘মানুষের সেবা করার জন্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করছি। রাজনীতিক নয়, সোনারগাঁও উপজেলাবাসীর সেবক হতে চাই। আমাদের প্রাণপ্রিয় নেত্রী (শেখ হাসিনা) যদি সুযোগ দেন তাহলে প্রত্যাশা পুরণ করতে চাই।
সুযোগ পেলে আমি তরুণদের নিয়ে কাজ করার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ক্ষুধা-দারিদ্র, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং আগামী প্রজন্মের ঠিকানা সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।’
আলী হায়দার বলেন, সারাজীবন আমার পরিবার আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলার প্রতি আনুগত। এটা আমাদের পারিবারিক শিক্ষাও। আমার ও পরিবারের রাজনৈতিক জীবন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত।
প্রসঙ্গত, গত ২২ জুলাই রাতে আওয়ামীলীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন, এরপর থেকে পদটি শুন্য থাকায় এ পদে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৭ই অক্টোবর সোনারগাঁও উপজেলা পরিষদে এ শুন্য পদে ভোট গ্রহন চলবে।