‘হেমলক সোসাইটি’ সিনেমার সিক্যুয়েল বানাতে চলেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। কিন্তু ছবিতে চুম্বন দৃশ্যে আপত্তি থাকার কারণেই নাকি মনের মতো নায়িকা খুঁজে পাচ্ছিলেন না নির্মাতা।
নতুন এ ছবিতে নায়ক পরমব্রত চ্যাটার্জি। অবশেষে নায়িকার খোঁজ মিলেছে। নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখার্জিকে। এর আগে ‘হেমলক সোসাইটি’-তে পরমব্রত চ্যাটার্জির সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। তবে বর্তমানে সদ্যোজাত মেয়েকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
এবার এই ছবির সিক্যুয়েলে কোয়েলকে পাওয়া যাচ্ছে না। তাই কৌশানীকেই চূড়ান্ত করেছেন পরিচালক। ‘হেমলক সোসাইটি’-র সিক্যুয়েলের নাম ‘কিলবিল সোসাইটি’ হতে চলেছে বলেও জানা গেছে। এই ছবির মধ্য দিয়ে পরমব্রতকে নিয়েই এক যুগ পরে ফিরতে চলেছেন সৃজিত।