নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চোরাই তেলসহ দুই জনকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন, মোঃ আকরাম হোসেন(৩৫) মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানাধীন বন্দর এলাকার মৃত কাশেম হোসেন এর ছেলে এবং অপর ব্যাক্তি মোঃ নুরুল ইসলাম (৪৫) ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন আমুদপুর এলাকার মৃত আসমত আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ মিডিয়া কর্মকর্তা মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছিল।
এর আগে আজ (৮নভেম্বর) সকালে তাদেরকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ০৮টি ড্রামভর্তি ১ হাজার ৬ শত ৮০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয় এবং একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় র্যাবের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।