নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও সানারপাড় এলাকা থেকে ১৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। এরমধ্যে সাইনবোর্ড পুলিশ বক্সের সামনে মহাসড়কে চাঁদাবাজি করার সময় ৭ জন ও সানারপাড় থেকে ৮জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২২ হাজার ৯৭৫ টাকা উদ্ধার করা হয়। শনিবার বিকাল ও সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ইমাম হোসেন ওরফে ফাহাদ (২৮), মোঃ নুর ইসলাম ওরফে লিছন (৩৬), মোঃ ইসমাইল হোসেন (৩৬), মোঃ আরিফুল রহমান ওরফে শ্যামল (৩৬), মোঃ বাদশা ওরফে ফাহাদ (৩৬), মোঃ সুমন হোসেন মোল্লা (৩২), রনি ফকির (২৬), মুন্না খান (৩১), মোঃ আনার হোসেন (৫৫), মোঃ বাবু মিয়া (২৮), লিটন মিয়া (৩৯), মোঃ আমীর আলী (২৬), আনোয়ার হোসেন ওরফে তপু (৩১), চান বাদশা (৪৭) ও আব্দুল কাদের (৫৫)।
র্যাব-১১ এর এএসপি সম্রাট তালুকদার রোববার বিকালে এ তথ্য জানান।
তিনি আরও জানান, সাইনবোর্ড ও সানারপাড় এলাকায় ঢাকা-চট্রগ্রামগামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৫০০ থেকে ১ হাজার টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।