সিদ্ধিরগঞ্জে ২ ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৩। র্যাবের দাবী আটককৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার তল্লাশী করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২শ’ ৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, যশোর কোতোয়ালীর এলাকার বলাডাঙ্গাকাজীপুর গ্রামের শাহাবউদ্দিন(২৪) ও শরীয়তপুর পালং’র আাটিপাড়া গ্রামের শাহ আলম (৪৫)।
র্যাব-৩ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে চেকপোষ্ট স্থাপন করে একটি প্রাইভেটকার তল্লাশী করে ওই ২ ব্যাক্তিকে আটক করে র্যাব-৩’র একটি আভিযানিক দল। এ সময় ওই প্রাইভেটকারের পিছনের ঢালার ভিতরে কৌশলে ২শ’ ৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব-৩ সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটককৃতরা একে অপরের যোগসাজসে র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে উক্ত প্রাইভেটকারটির মাধ্যমে বহন করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।