স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিদ্ধিরগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ীদের চলছে মহড়া। তারই সূত্র ধরে দুইগ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
জানা গেছে, সিআইখোলা এলাকায় মিজমিজি টিসি রোড এলাকার মাদক ব্যবসায়ী জসিমের সহযোগী সোহেল আরমান ও আবু কালাম ইয়াবা বিক্রি করছিল। এসময় ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে মাদক ব্যবসায়ী ইকবাল তাদেরকে ধরে মারধর করে। খবর পেয়ে জসিম তার ২০/২৫ জন সহযোগী নিয়ে ইকবালের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও তার স্ত্রী ডলি আক্তারকে মারধর করে। পরে ইকবাল তার সহযোগী রানা, রতন, শফিউদ্দিন ও আমজাদসহ ১৫/২০ মিলে লাঠি-সোটা নিয়ে টিসি রোড এলাকায় গিয়ে পাল্টা হামলা চালায়। এসময় ইকবাল বাহিনীর লাঠির আঘাতে জসিমের মাথা পেটে রক্তাক্ত জখম হয়। এ খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল ঘটনাস্থলে ছুটে আসেন। তখন পুলিশের সামনেই দুইগ্রুপ মারমুখী হয়ে উঠে। তখন পুলিশ কঠোর অবস্থান নিলে দুই গ্রুপ ছত্রভঙ্গ হয়ে যায়।
এ বিষয়ে ইকবালের স্ত্রী ডলি আক্তার জানায়, সোহেল আরমান ও আবু কালাম ইয়াবা বিক্রি করছিল। আমার স্বামী প্রতিবাদ করায় জসিম তার লোকজন নিয়ে বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় আমি ও আমার ননদকে মারধর করে হুমকি দেয় ইকবালকে পেলে জীবনে মেরে ফেলবে এবং আমার শিশু মেয়েকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
সোহেল আরমান বলেন, আমি ও আবু কালাম সিআইখোলা এলাকায় দিয়ে বাসায় ফেরার সময় ইকবাল মারধর করে সাথে থাকা মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ইয়াবা বিক্রির অভিযোগ মিথ্যা দাবি করেন তারা।
গুরুতর আহত জসিমের ভাই ফারুক জানান, সোহেল আরমান ও আবু কালাম জসিমের বন্ধু। মাদক ব্যবসায়ী ইকবাল তাদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে জসিম ইকবালের বাড়ীতে গিয়ে মোবাইল ও টাকা ফেরত চাইলে তাদের উপর হামলা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, দুই গ্রুপের মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। কি কারণে মারামারি হয়েছে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।