নারায়ণগঞ্জে র্যাব-৩ এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ মমিন মিয়া মজুমদার (৪৮), মোঃ শরীফ মিয়া (২০) ও মোঃ জাহিদুল (১৮)। সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশী করে তাদের গ্রেপ্তার ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২৮ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ১৯ বোতল বিদেশী মদ। পরে প্রাইভেট কারটি জব্দ করা হয়।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক মঙ্গলবার (১ ফেব্রæয়ারি) এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং তারা একে অপরে পারস্পরিক যোগসাজশে একত্রে র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদ ক্রয় করে উক্ত প্রাইভেটকারটির মাধ্যমে বহন করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।