শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শিল্পপতি বাবুলের দিনব্যাপী কর্মসূচী ১ বিলিয়ন মার্কিন ডলারের সয়াবিন আমদানির চুক্তি সম্পন্ন : সোনারগাঁয়ে মার্কিন রাষ্ট্রদূত বন্দরে দূর্ঘটনা কবলিত মিশুক গাড়িটির সন্ধান পায়নি মালিক পক্ষ রূপগঞ্জে উপজেলায় প্রশাসনিক ও শিক্ষা কৃষি ভবনের এসি চুরি পাঁচজন গ্রেফতার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ অটোরিকশায় ওড়না পেঁচিয়ে দেহ থেকে আলাদা হয়ে গেল গৃহবধূর মাথা গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব পাশ, রাশিয়ার সতর্কবার্তা ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ অভিনেত্রীর তৃতীয় বিয়েও টিকল না রাজসাক্ষী মামুনকে নিয়ে নতুন ‍সিদ্ধান্ত

সিদ্ধিরগঞ্জে ফার্মেসিতে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২.৫৫ পিএম
  • ২২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপু‌রে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ।
অভিযানকালে মেসার্স আলিফ মেডিসিন কর্ণারকে ২০ হাজার, আল মদিনা ফার্মেসিকে ১০ হাজার এবং এ বি ফার্মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পাশাপাশি একটি ফার্মেসিতে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ মেলে। অভিযান শুরু হলে ২০–৩০টি ফার্মেসি দোকান বন্ধ করে মালিকেরা পালিয়ে যান। ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ বলেন “ওষুধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ ওষুধ বিক্রি শুধু আইনভঙ্গ নয়, এটি মানবতারও অবমাননা। আমরা নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালাচ্ছি যেন জনগণ নিরাপদ ও মানসম্মত ওষুধ পায়। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফার্মেসিগুলোকে আমরা সচেতন হতে বলেছি, যেন তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে এবং ওষুধ বিক্রিতে সর্বোচ্চ সততা বজায় রাখে।”এদিকে চিটাগাংরোড সুগন্ধা হসপিটাল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সুগন্ধ হসপিটালে কোন কিছুতেই রুটি না পেলেও বিভিন্ন পরীক্ষার রিপোর্টে ডাক্তারের ইলেকট্রিক সিগনেচার থাকায় এই জরিমানা করা হয়। সুগন্ধা হসপিটালের ম্যানেজার জলিল বলেন, বাংলাদেশের প্রতিটি হসপিটালে পরীক্ষার রিপোর্টে ডাক্তারের ইলেকট্রিক স্বাক্ষর দেয়া হয়। বর্তমানে সকল পরীক্ষার রিপোর্ট মেশিনের মাধ্যমে করা হয়। আর এসব ইলেকট্রিক স্বাক্ষর ডাক্তারদের অনুমতিক্রমে দেওয়া হয়। ইলেকট্রিক স্বাক্ষরের অনুমতি দেওয়া আছে বাংলাদেশ সরকারের। অথচ এই অপরাধে আমাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এলাকাবাসী বলেন, সুগন্ধা হসপিটালের চিকিৎসার মান অনেক ভালো। এখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা অনেক ভালো। সুগন্ধা হসপিটালে পরীক্ষা-নিরীক্ষা সঠিক কিনা তা আমরা অন্য হসপিটালে গিয়ে আবার পরীক্ষা করে তার সত্যতা পাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort