
নিজস্ব প্রতিনিধি- সিদ্ধিরগঞ্জ থানাধীন ৮নং ওয়ার্ড গোদনাইল, মধুগড় এলাকায় অজিল প্রহর আলয়ে নিজস্ব বসত বাড়িতে “আমরা কারো বোঝা নই,আলোকিত জীবন চাই” এই শ্লোগানে এস,এম,সেলিম রেজা ২০১৬ ইং সালে গড়ে তুলেছেন প্রতিবন্ধীদের মান উন্নয়নে ও কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন আঁধারে আলো প্রতবন্ধী কল্যাণ সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ১৫০ জন।
এস,এম,সেলিম রেজা পেশাগত ভাবে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। তিনি পেশাগত জীবনে মধুগড় এলাকায় ৩ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করেন। তাঁর এই বসত বাড়িতে ৬ টি সেমিপাকা কক্ষ তৈরী করেন । এর মধ্যে ২ টি কক্ষ স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন এবং বাকি ৪ টি কক্ষ তিনি প্রতিবন্ধীদের জন্য স্কুল হিসেবে পাঠদানে ও সংগঠনের কার্যক্রমের জন্য ব্যবহার করে চলছেন।
এই স্কুলে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি সপ্তাহে শুক্রবার সকাল ৮ টা হতে ১০ টা পর্যন্ত প্রতিবন্ধীদের ফ্রীতে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রান্নাকরা খাবার পরিবেশন করেন।
মানব দরদী সেলিম রেজা সরকারি ভাবে বিভিন্ন দপ্তরের কিছু কিছু সহযোগিতা পেলেও সেটা দিয়ে পরিপূর্ণ ভাবে এই স্কুলটি পরিচলনা করা সম্ভব হয়না। এ জন্য অনেক সময় এস,এম,সেলিম রেজাকে সমাজের অনেকের কাছে সহযোগিতা জন্য দারস্থ হন এমনি ধারদেনা করেও শত কষ্টের মাঝে-ও স্কুলটি টিকিয়ে রেখেছেন । এই স্কুল ছাড়াও বরিশালেও একটি প্রতিবন্ধীদের জন্য
স্কুল রয়েছে। এই দুটো স্কুল তার মাধ্যমেই পরিচালিত হয়।
২৪ অক্টোবর শুক্রবার
এস,এম,সেলিম রেজা’র সাথে সাংগঠনিক কার্যক্রম ও ফ্রি স্কুল পরিচালনা নিয়ে আমাদের গণমাধ্যম কর্মী’র সাথে আলোচনা কালে তিনি বলেন, আমি শিক্ষকতা করতাম বর্তমানে অবসরে রয়েছি। আমি এখন প্রাইভেট পড়াই এ থেকে যে টাকা উপার্জন করি তা দিয়ে স্কুল পরিচালনা করছি। এ ছাড়া সরকারি ও ব্যক্তি উদ্যোগে যতটুকু সহযোগিতা পাই তা প্রতববন্ধীর সেবায় ব্যয় করে থাকি। এই স্কুল পরিচালনা করতে গিয়ে আমি এখন অনেক টাকা ঋণী হয়ে পড়েছি। তবু্ও আমি আমার সততা ও মানবীক আর্দশ নিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে চলছি।তবে আমি আশা রখি আমার এই মানবিক কাজে কেউ পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কাজ করতে আমার জন্য সহজ হবে এবং প্রতিবন্ধী মানুষগুলো সুন্দর ভাবে বেঁচে থাকার ভরসা ও
উৎসাহ পাবে। তিনি বলেন আরো বলেন,তার এই সেবামূলক কাজে ইতোমধ্যে অনেকের মতোই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাশার বাদশা এগিয়ে এসেছেন। আবুল বাশার বাদশা সব সময় তার সমর্থ মতো পাশে থেকে অর্থ সহযোগিতা ও খাবারের ব্যবস্থা করছেন বলে জানান।
সেলিম রেজা পরিশেষে বলেন, আমি বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আমার উদাত্ত আহ্বান জানাই, প্রতিবন্ধীদের জন্য আপনিও আশার আলো হয়ে আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং স্বেচ্ছায় অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসুন।