জ্বালানী তেলের কমিশন ও ট্যাংকলরী ভাড়া পুনঃনির্ধারণসহ ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে সভা করেছে ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনসহ তিনটি সংগঠনের নেতা-কর্মীরা। বাকী দুটি সংগঠন হল- বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পদ্মা শাখা। সোমবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের বার্মাষ্টান্ড পদ্মা অয়েল ডিপোর সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের দাবিগুলো পূরণ না করলে পরবর্তীতে পেট্রোল পাম্প এবং ট্যাংকলরী বন্ধসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন। বাংলাদেশ পেট্টোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম (কাবুল)।
ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন পদ্মা ডিপো শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ (মাসুম) এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের মহাসচিব ফরহাদ হোসেন, পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার কার্যকরী সভাপতি আলহাজ্ব সাইজ উদ্দিন মাতাব্বর, পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক মনি, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার সভাপতি আনোয়ার হোসেন মেহেদী, সহ-সভাপতি সাব্বির হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
বক্তারা জ্বালানী তেলের কমিশন ও ট্যাংকলরী ভাড়া পুনঃনির্ধারণ, জ্বালানী তেল বিক্রয়ের কমিশন কমপক্ষে সাড়ে সাত শতাংশ বৃদ্ধি, জ্বালানী তেল বিক্রয়ের সুস্পষ্ট গেজেট প্রকাশসহ ১৬ দফা দাবি বাস্তবায়নের কথা উল্লেখ করেন ঐ সভায়। দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে পরবর্তীতে পেট্টোল পাম্প ও ট্যাংকলরী বন্ধসহ কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন।