সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদরাসা রোর্ড এলাকায় অনুমোদনহীন একটি কয়েল কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা ও একটি সিলগালা করেছে তিতাসের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সিনিয়র সহকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন ও সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত আরা খানমের আদালত হারুনের মালিকানাধীন সোনালী ব্র্যান্ডের মশার কয়েল কারখানেোক জরিমানা ও আসাদের মালিমাকানাধী ম্যাজিক ব্র্যান্ডের কয়েল কারখানা সিলগালা করা হয়েছে।
নারায়ণগঞ্জ তিতাসের ডিজিএম প্রকৌশলী গোলাম ফারুক জানান, কারখানা দুইটিতে অবৈধ গ্যাস সংযোগ ছিল। গোপনসূত্রে এখবর পেয়ে অভিযান চালানো হয়েছে।
ম্যাজিস্ট্রেট জেসমিন বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অপরাধে তিতাস আইন ২০১২ এর ১ ধারা অনুযায়ী একটি কারখানাকে জরিমানা ও একটি করাখানা সিলগালা করা হয়েছে।