রুদ্রবার্তা২৪.নেট: সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়া কয়েল তৈরীর অভিযোগে একটি কয়েল ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার (১১ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় । অভিযানে জেলা ক্যাব, বিএসটিআই এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন ।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বিএসটিআই’র অনুমোদন ছাড়া ৬৫৫ এক্সট্রা পাওয়ার কয়েল জাম্বু বুস্টার, নিউ বসুন্ধারা সুপার পাওয়ার মেঘা কয়েল, নিউ বসুন্ধারা সুপার মসকিউটো কয়েল, নিউ বসুন্ধারা মসকিউটো কয়েল উৎপাদন এবং লোগো ব্যবহার করার অপরাধে মেসার্স শাহ কেমিক্যালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা এবং ৪৪ ধারায় ২০ হাজার টাকা জরিমানাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।