নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- সেন্টু কুমার দত্ত (৪৫) ও মোসা. আনোয়ারা বেগম (৬৭)। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার দিবাগত রাতে তাঁতখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক নারী পাচারকারী অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বাহিরে নারী পাচার করে আসছে। দরিদ্র ও সুন্দরী অল্প বয়সী মেয়েদেরকে টার্গেট করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে প্রলুব্ধ করে।
পাচারকারী চক্রটি নারীদেরকে ভারত হয়ে অবৈধভাবে পাচার করে এবং যৌনতা বৃত্তিতে বাধ্য করে। তারা ঝাউডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা, বেনাপোল, যশোরসহ বিভিন্ন সুবিধাজনক সীমান্ত দিয়ে তাদের সিন্ডিকেটের নারী পাচারকারী সদস্যদের সহযোগীতায় ভারতসহ বিদেশে নারী পাচার করে আসছে।
এ ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদেরকে গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে। এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।