ন্যায় বিচারের আশায় মো: আলী হোসেন ও তার পরিবার প্রশাসনের সহায়তা কামনা করেছে। বন্দর থানাস্থ ধামগড় ইউনিয়নের মনার বাড়ী গ্রামের বাসিন্দা মৃত ছানাউল্লাহ মিয়ার ছেলে মো: আলি হোসেন জীবীকার তাগিদে পরিবার পরিজন নিয়ে বাচার আশায় ২নং ঢাকেশ্বরী ,গোদনাইল রেল-লাইন ভূইয়াপাড়া খাজা সুপার মার্কেট এর মৃত আব্দুল আউয়াল খন্দকারের ছেলে ইব্রাহিম খন্দকারের কাছ থেকে তুলার মেশিন ক্রয় করে গোডাউন ভারা নিয়ে ব্যবসা করতে গিয়ে প্রতারনার শিকার হয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। প্রতারক ইব্রাহিম খন্দকার গোডাউনের মালামাল, মেশিনারিজ, বিদ্যুৎবিল সহ প্রায় ৮০ লক্ষ টাকা আত্মস্বাত করার চেষ্টা করছে, সে অন্যায় ভাবে জোরপূর্বক আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে গত ফেব্রুয়ারির ৫ তারিখে ভুক্তভোগীকে হেনস্তা করে গোডাউনে তার নিজস্ব তালা ঝুলিয়ে দেয় এবং গোডাউনের কাছে গেলে তাকে প্রাননাশের হুমকি দেয়। এরকম ঘটনার ভুক্তভোগী শুধু আলী হোসেন সাহেব নন, আরো অনেক ব্যবসায়ী এমন পরিস্থিতির শিকার হয়ে পথে বসেছেন। উল্লেখ্য, বরিশালের ইব্রাহিম সাহেবের মেশিনারিজসহ মালামাল তালাবদ্ধ করে তাকে হুমকি দিয়ে এক রাতের মধ্যে এলাকা ছাড়া করেন, ঐখানে ১০-১৫ লক্ষ টাকার মালামাল ছিল। এরকম অসংখ্য উদাহরন সরেজমিনে গেলে মানুষের মুখে মুখে জানাতে পারবেন। উল্লেখ্য, আলী হোসেন সাহেবের ভাগিনার সাথেও একই ঘটনা ঘটে। ভুক্তভোগী আলী হোসেন সাহেব,২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেশ সুনামের সাথে সেখানে ব্যবসা করে আসছিলেন। তিনি গত সাত মাস যাবত ব্যবসা বন্ধ হওয়ায় পরিবার পরিজন নিয়ে তিনি বেশ অসুবিধায় দিনাতিপাত করছেন। তিনি ন্যায় বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন। এ ব্যাপারে সিদ্ধিনগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের নাম্বার ৭৭৪।