প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা তৈরির জন্য স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডেও প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্কুলে স্কুলে যারা প্রার্থী হয়েছেন তাদের আনন্দীত উৎফুল্ল দেখা গেছে, সকল ছাত্র-ছাত্রী ভোটারগন লাইনে দাঁড়িয়ে সু-শৃংখলভাবে ভোট দিতে লক্ষ করা গেছে। যে সকল ছাত্র ছাত্রী ভোট দিয়েছেন তাহারা নির্বাচনী ফলাফলের জন্য অপেক্ষায় মাঠে দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে।
এদিকে বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, ও উপজেলা রিসোর্স সেন্টার’র ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিবাবক প্রতিনিধির সভাপতি ফারুক আহমেদ মাসুম বিদ্যালয় পরিদর্শন করেছেন।
স্থানীয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোখলেসুর রহমান চৌধুরী মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
কাউন্সিলর আলহাজ্ব মোখলেসুর রহমান চৌধুরী, ছাত্র-ছাত্রী মধ্যে যাহারা নির্বাচন করছেন তাদের সাথে কথা বলেন এবং তাদের উৎসাহ দেন।
এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এখন থেকেই তাদের শুরু করা উচিত, ছাত্র-ছাত্রীদের বা বাচ্চাদের সাহস যোগাতে সরকার তাদের এই নির্বাচন ব্যবস্থা করেছেন, আমাদের উচিত আমাদের সন্তানদের খেলাধুলা, শরীরচর্চা, কবিতা আবৃত্তি, নাচ গানে সকলকে অংশগ্রহণ করতে যাওয়া উচিত। তারা যদি সবকিছুতেই অংশগ্রহণ করে জয় পরাজয় বড় কথা নায় এগুলোর মধ্যেই তারা লিপ্ত থাকবে, প্রতিযোগিতা করবে, এবার হেরেছি আবার জয়ী হবো সকলের মাঝে এ মানসিকতা থাকলে তখন আমাদের সন্তানেরা বিপথগামী হবে না। ইভটিজিং এবং কিশোর গ্যাং নামের কোনো সন্ত্রাস তৈরি হবে না। আমাদের অভিভাবকদের সকলকেই খেয়াল রাখা উচিত আমার ছেলে-মেয়ে সন্তান-সন্তানাদি কোথায় যায়, কী করে, সন্ধ্যার সাথে সাথে বাড়ি ফিরতে হবে এমন কঠোরভাবে যদি খেয়াল রাখা হয় তাহলে কোন বাবা-মা’র ভবিষ্যতে চিন্তা করতে হবে না।
তিনি আরো বলেন, যাহারা বিজয়ী হবে তাদের সকলের প্রতি আমার স্নেহ ও ভালোবাসা রইলো ছাত্র-ছাত্রীরা তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে মনে রেখো তোমরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ।