
নেইমারের শৈশবের ক্লাব সান্তোস রেলিগেশনের শঙ্কায় ছিল। দলকে বাঁচাতে শেষ তিন ম্যাচে ইনজুরি নিয়েই খেললেন। গতকাল (রোববার) ক্রজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে সান্তোস রেলিগেশন থেকে টিকে গেল, তারপরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চিত করলেন, বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি।
২০২৩ সালের পর ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার রেলিগেশনের ঝুঁকিতে ছিল সান্তোস। শেষ লিগ ম্যাচ জিতে ব্রাজিলের প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত করল তারা। এই সাফল্য পেতে নেইমার রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। লিগের শেষ তিন পর্বে রেসিফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করেন তিনি। জুভেন্তুদের বিপক্ষে করেন হ্যাটট্রিক। আর সবশেষ ম্যাচ জয়ে কার্যকরী অবদান রেখেছেন প্লেমেকার হিসেবে। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়ে মৌসুম শেষ করল সান্তোস।