ঢাকা-চট্টগ্রাম মহাসড় নারায়ণগঞ্জ লিং রোড মোড়ে মহাসড়কের উত্তর পাশে সাইনবোর্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনাব্দের হোসেন এবং পুলিশ সহ ২ নং ওয়ার্ড বিএনপি’র মুক্তার হোসেন ও পলাশ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ওই সাইনবোর্ড এলাকায় দীর্ঘদিন যাবত মহাসড়কের জায়গায় ৮ থেকে ১০ টি টং দোকান বানিয়ে প্রতি দোকান থেকে ৪০ থেকে ৮০ হাজার টাকা এডভান্স নিয়ে প্রতিদিন এক এক দোকান থেকে ভাড়া ৮০০ টাকা করে আদায় করে আসছেন মোঃ মতিউর রহমান সুমন।একতা নিশ্চিত করেন ভাড়াতীয় নুরুন্নবী।ঠিকানা মোঃ মতি রহমান সুমন। পিতা মৃত মাহতাব আলি ৯৬ নং ডিএনডি রোড গলাচিপা নারায়ণগঞ্জ। সুমন কে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি উত্তর দেন আমি আলজনালের ভাতিজা আমি এ জায়গা সরকার থেকে লিজ এনেছি আপনারা যা পারেন করেন অথচ লীজের কাগজ দেখাবে বলে প্রায় ২ মাস পারকরে দেন