বিউটি রানী দে: আমি সাংবাদিক অরুন কুমার দে’র স্ত্রী। সাংবাদিক অরুন কুমার দে গত ০৯/০২/২০২১ ইং সালে প্রথম এবং পরবর্তিতে ১৯/০৮/২০২২ ইং তারিখে দ্বিতীয়বার ব্রেনস্ট্রেকে আক্রান্ত হন। তখন উনাকে এম্বুলেন্সে করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হয়, সেখানে মেডিসিন ডাক্তার মোহাম্মদ শাইখ আব্দুল্লাহ ও নিওরোলজি ডাক্তার আবু নাইম চিকিৎসা করেন এখনো তাদের চিকিৎসারত আছেন। দ্বিতীয়বার ব্রেনস্ট্রোক করার পর থেকে উনি ঠিক মত কথা বলতে পারে না এবং ডান হাত ও ডান পা অচল হয়ে পরেছে। সাংবাদিকতার জীবনে উনি অনেক পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করেন। মানুষের ভালো মন্দ ও অন্যান্য বিষয় নিয়ে লেখেন। উনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পড়া শোনা করেছেন। পরবর্তিতে সাংবাদিকতায় নিজের পরিচিতি লাভ করেন। সৎ ও নিষ্টার সাথে আজ প্রায় ৫০ বছর যাবৎ সাংবাদিকতার মাধ্যমে অনেকের কাছে সুনাম অর্জন করেন। তিনি সব সময় মানুষের বিপদে এগিয়ে গেছেন। উনি সাংবাদিকতা ছাড়াও একজন চিত্র শিল্পি, কবি ও কলামিষ্ট হিসেবে সুপরিচিত একটি নাম। এখন উনি অনেক কিছুই বলতে চান, কিন্তু বলতে পারেন না। এজন্য উনার ভিতরে অনেক কষ্ট। আমরা বুঝার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু অনেক কিছুই বুঝতে পারিনা। উনার ৬ বছরের নাতী ও নাতনী (অঙ্কুর ও অঙ্কিতা) উনার নাম বলে দেন “সাংবাদিক অরুন কুমার দে” কিন্তু উনি বলার চেষ্টা করেও বলতে পারেন না। তাই আজ আপনাদের সকলের কাছে আর্শিবাদ ও দোয়া কামনা করছি যাতে উনি আবার সুস্থ্য হয়ে আগামিতেও সাংবাদিকতায় ফিরে আসতে পারেন ।
অরুন কুমার দে নারায়নগঞ্জ প্রেসক্লাবের একজন স্থায়ি সদস্য। বয়স প্রায় ৭৫ বছর। উনার অসুস্থতার কথা প্রেসক্লাবে ফোন করে জানানো হলে, অনেকেই ফোন করে খবর নিয়েছেন, সেই জন্য তাদের জানাই অনেক ধন্যবাদ। আমার এই লেখায় কোন ভুল ত্রæটি থাকলে মার্জনা করবেন।