বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সরকারি রাস্তা কেটে দখল বহাল রাখতে : সন্ত্রাসী শাহ নিজামের সহচর স্বপন এখন বিএনপি নেতা হিরণের সেল্টারে বেপরোয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৮.৪০ এএম
  • ৭ বার পড়া হয়েছে

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে কবরস্থান, মসজিদ ও মাদ্রাসায় চলাচলের সরকারি রাস্তা কেটে দখল বহাল রাখতে শামীম ওসমানের অস্ত্রধারি শীর্ষ সন্ত্রাসী শাহ নিজামের সহচর আনোয়ার হোসেন স্বপন, যুবলীগ নেতা শাহ আলম ও আওয়ামী লীগ নেতা বাচ্চু
মিয়া এখন উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সেল্টারে বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসীর অভিযোগ। মুছাপুর ইউপির বাজুরবাগ- পিচকামতাল গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নির্মিত রাস্তাটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কেটে দখলের অভিযোগ এনে গ্রামবাসীর পক্ষে ইউএনও বরাবর দরখাস্ত করেন বিএনপি নেতা তাওলাদ মাহমুদ।
ইউএনও রাস্তায় দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখায় স্বপন ও শাহ আলম বিএনপি নেতা তাওলাদ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগী গ্রামবাসী ও মুছাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

ভুক্তভোগী গ্রামবাসী জানান, মুছাপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দকৃত বাজুরবাগ- পিচকামতাল কবরস্থান, মসজিদ মাদ্রাসায় চলাচলের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। রাস্তা নির্মাণের তিন বছর পর যুবলীগ নেতা শাহ আলম, আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া ও আনোয়ার হোসেন স্বপন মিলে সন্ত্রাসী শাহ নিজাম বাহিনী, জাতীয় পার্টির নেতা সানাউল্লাহ সানু ও মদনপুরের অস্ত্রধারী সন্ত্রাসী আমির হোসেন বাহিনী সহ দেড়শতাধিক সন্ত্রাসীকে উপস্থিত রেখে ভেকু দিয়ে রাস্তা কেটে জোর পূর্বক দখলে নেয়। ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর রাস্তাটি দখলমুক্ত করতে বিএনপি নেতা তাওলাদ মাহমুদ প্রথমে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন। ইউনিয়ন পরিষদ দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারায় অবশেষে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি দরখাস্ত করেন। পরে ইউএনও রাস্তা করে দেয়াল নির্মাণ কাজ করে দেন। তার পর থেকে তেলে বেগুনে জ্বলে উঠে শামীম ওসমানে অস্ত্রধারি শীর্ষ সন্ত্রাসী শাহ নিজামের সহচর আনোয়ার স্বপন, শাহ আলম ও বাচ্চু মিয়া।
গ্রামবাসী আরো জানান, স্বপন একজন নারী লোভি। স্টুডিও থাকাবস্থায় বহু নারী কেলেঙ্কারি ঘটেছে। অবশেষে তবলপাড়া গ্রামের এক কিশোরী শিক্ষার্থীর প্যান্ট খুলে ফেলে যৌন নিপীড়নের অপরাধে লাঙ্গলবন্দ বাজার থেকে স্টুডিও বন্ধ করে তাকে বাজার থেকে বিতারিত করে দেন পরিচালনা কমিটি। তার পর থেকে স্বপন সংঘবদ্ধ ভাবে প্রতারণা ও চাঁদাবাজি করতো। চাঁদাবাজি ও প্রতারণা করতে গিয়ে স্বপনকে কাইকারটেক এলাকায় মাথার চুল কেটে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ গ্রামবাসী। এছাড়াও স্বপন, শাহ নিজামের ক্ষমতা বলে গত এক যুগ ধরে পাশ্ববর্তী ধামগড় ইউপির হালুয়াপড়া গ্রামে মামা বাতেন ভুঁইয়ার দিঘি বেদখল করে রেখেছে বলে হালুয়াপাড়া গ্রামবাসীর অভিযোগ।
মুছাপুর ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, রাস্তা কেটে দখল করে, সেখানকার দেয়াল নির্মাণ কাজ ইউএনও বন্ধ করে দেয়ায় ক্ষিপ্ত হয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর স্বপন, শাহ আলম ও বাচ্চু মিয়া এখন উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সেল্টারে বেপরোয়া হয়ে বিএনপি নেতা তাওলাদ মাহমুদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব দোসরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort