রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আমি আসতে পেরেছিলাম। তিনি বলেছিলেন, সত্যিকারের জ্ঞানার্জন করে নেতৃত্ব দেওয়া চেষ্টা করতে। সন্ত্রাস, মাদক, কালো টাকা, ঝুট সন্ত্রাসে লিপ্ত থাকার নজির আমার রাজনৈতিক জীবনে নাই। তোমরা সকলে সুশিতি হয়ে এগিয়ে যাও, এই কামনা করি।’
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরীর চাষাঢ়ায় জেলা পরিষদের ডাক বাংলোয় কার্যকরী ইংরেজি ভাষা শিার তৃতীয় ব্যাচের প্রশিণের উদ্বোধন ও প্রথম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের উদ্যোগে এই প্রশিণে অংশ নেয় বিভিন্ন শিা-প্রতিষ্ঠানের শিার্থীবৃন্দ।
আনোয়ার হোসেন বলেন, ‘জেলা পরিষদ সারা নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ইংলিশ লার্নিং কোর্স, কম্পিউটার প্রশিণসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে থাকে। বেকার নারীদের সেলাই মেশিন চালানোর প্রশিণ দিয়ে বিনামূল্যে মেশিন প্রদান করা হয়। ফুড প্রসেসিং ট্রেনিংও জেলা পরিষদের মাধ্যমে দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আজকের তরুণ-তরুণীরা আগামী দিনের ভবিষ্যত। সঠিক জ্ঞানার্জনের মাধ্যমে তারা যেন সঠিক নেতৃত্ব দিতে পারেন সেই উদ্দেশ্যে এই ইংলিশ লার্নিং কোর্সের আয়োজন করা হয়েছে। বর্তমানে আমরা যারা রাজনীতি করি তারা অনেকেই জ্ঞান-গরিমায় পারদর্শী না। আজকের যুবসমাজ মাদক, ঝুট, টেন্ডারবাজির দিকে ধাবিত হচ্ছে। তাদের সঠিক পথে আনতেই এই ধরনের কার্যক্রম।’
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্ব ও মর্গ্যান হাই স্কুল এন্ড কলেজের শিক কবির ইউ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা কে এম রাশেদুজ্জামান প্রমুখ।