ফতুল্লার কাশিপুরে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংদের দমনে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ নুর মসজিদ এলাকার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে ও কাশিপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার শামীম আহম্মেদ এর আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) কাজী মাসুদ রানা প্রমুখ।
উক্ত সমাবেশে প্রদান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, সন্ত্রাসীদের যত বড় শক্তিশালী হউক না কেন এলাকাবাসী ঐক্যবদ্ধ থাকলে তাদেরকে উৎখাত করতে কোন বিষয় না। সন্ত্রাসীদের চেয়ে শক্তিশালী জনগন। কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও কিশোর গ্যাংদের দমন করতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পুলিশ ছাড় দিবে না। যারা সন্ত্রাসী করে এলাকার লোকদের অশান্তি করবে তাদের সহ তাদের পরিবারকে আমরা অশান্তি করবো। তাদের ঘুম হারাম করে দিতে চাই শুধু এলাকাবাসী সোচ্চার হতে হবে। জনগণের চেয়ে সন্ত্রাসীরা শক্তিশালী না।