বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ থেকে পদত্যাগ করলেন। আপনারা ৭ জন গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পিকনিক পার্টি শুরু করেছে বিএনপি। বিভিন্ন জেলার সমাবেশেও তারা এই কাজ করেছে। কোথা থেকে আসে টাকা? কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কত টাকা দিয়েছে, সেই খবর আমরা জানি৷ টাকা দিয়ে পিকনিক করাচ্ছে বিএনপি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ঢাকার নয়াপল্টনে ১০ তারিখের সমাবেশের অনুমতি পায়নি। অনুমিত পাওয়ার আগেই কী করেছে? তারা সেখানে প্রস্তুতি নিয়েছে। পুলিশ তল্লাশি করে কী পেল? ১৬০ বস্তা চাল, মশারি। বিএনপি আগেও দেশের বিভিন্ন বিভাগে পিকনিক পার্টি, বনভোজন করেছে। বলি, ফখরুল সাহেব কোথা থেকে আসে এত টাকা?’
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘যে বাংলাদেশে সরকারের বিকল্প সেন্টার হাওয়া ভবন, গাজীপুরে খোয়াব ভবন হয়েছে। আওয়ামী লীগের আহসানুল্লাহ মাস্টার, এএমএস কিবরিয়া, মমতাজ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। রক্তের নদীর ধারা বইয়ে দিয়েছে বিএনপি। আপনারা কি সেই বাংলাদেশ চান?’
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে পল্টনে গেলেন না। হাফ ডিফিট (পরাজয়) হয়ে গেছে। ঢাকা আজ শেখ হাসিনার কর্মীদের দখলে।’
তারেক রহমানের আর কত টাকা আছে জানতে চেয়ে তিনি বলেন, ‘এখন তারা লবিস্ট নিয়োগ করেছে। কিছুদিন আগে র্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফাঁস হয়ে গেছে। ব্রিটিশ এক ল-এয়ার টবি ক্যাডম্যান আল জাজিরায় সাক্ষাৎকারে বলেছেন, তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে র্যাব, পুলিশের ওপর নিষেধাজ্ঞার জন্য লবি করেছেন। যুক্তরাষ্ট্র শুনেছে, যুক্তরাজ্য শোনেনি। স্বয়ং আল জাজিরায় এ কথা বলেছে।’
জনসভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।
সমাবেশে ঢাকা জেলা ছাত্রলীগ, সাভার, আশুলিয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তব্য দেন।