নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার প্রতীক বরাদ্দ দেন। এসময় সহকারী রিটার্নিং অফিসারা উপস্থিত ছিলেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা যে সকল প্রতীক পেলেন। তা হলো-
সংরক্ষিত নারী আসন-১ (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) এর বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফফরস পেয়েছেন গ্লাস, শামীম আরা লাভলী বই, জিয়াসমিন আক্তার জুথি আলমরি, নাজমা বেগম মোবাইল, আশুরা বেগম চশমা, চম্পা ভুঁইয়া আনারস।
সংরক্ষিত নারী আসন-২ (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) এর বর্তমান কাউন্সিলর মনোয়ারা বেগম পেয়েছেন মোবাইল ফোন, সুমি বেগম আনারস, ডলি আক্তার চশমা, জান্নাতুল ফেরদৌস নীলা বই।
সংরক্ষিত নারী আসন-৩ (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) এর বর্তমান কাউন্সিলর আয়শা আক্তার দিনা চশমা, মিতু রহমান জিপ গাড়ি, রেহানা পারভীন আনারস, তাসনুভা নওরীন ইসলাম বই, শারমিন শাকিল মেঘলা মোবাইল ফোন, জাহানারা হাকিম গøাস।
সংরক্ষিত নারী আসন-৪ (১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) এর বর্তমান কাউন্সিলর মিনোয়ারা বেগম পেয়েছেন মোবাইল ফোন, নুপুর বেগম আনারস, মৌসুমি ভুঁইয়া চশমা।
সংরক্ষিত নারী আসন-৫ (১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড)এর বর্তমান কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি পেয়েছেন বই, জেলা নারী সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক পপি রানী সরকার মোবাইল ফোন।
সংরক্ষিত নারী আসন-৬ (১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) এর বর্তমান কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান পেয়েছেন আনারস, সানজিদা আহমেদ জুয়েলী বই, সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরীন হেলিকপ্টার।
সংরক্ষিত নারী আসন-৭ (১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড) এর বর্তমান কাউন্সিলর শিউলী নওশাদ পেয়েছেন বই, নুরুন্নাহার বেগম আনারস, মায়ানুর আহমেদ চশমা, শারমিন ইসলাম মোবাইল ফোন।
সংরক্ষিত নারী আসন-৮ (২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড) এর বর্তমান কাউন্সিলর শাওন অংকন পেয়েছেন বই, শাহনাজ আক্তার ভুঁইয়া জিপ গাড়ি, ডলি বেগম আনারস।
সংরক্ষিত নারী আসন-৯ (২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড) এর বর্তমান কাউন্সিলর হোসনে আরা পেয়েছেন চশমা, সানিয়া আক্তার আনারস, শাহী ইফাৎ জাহান বই।
প্রসঙ্গত : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন এবং হিজড়া ভোটার ৪জন। এরমধ্যে নতুন ভোটার বেড়েছে ৪২ জাজার ৪২৬ জন। এছাড়া এবার ২৭টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৭টি, বুথের সংখ্যা ১ হাজার ৩০১টি। এছাড়া অস্থায়ী বুথের সংখ্যা ৯৫টি।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে এ তথ্য। তারা আরও জানান, ২৯ নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদ ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এবার নতুন ভোটার বেড়েছে ৪২ জাজার ৪২৬ জন। আগামী ১৬ জানুয়ারী নাসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।