বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেছেন, রূপগঞ্জের হাশেম ফুড কোম্পানির সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত শ্রমিকরা অনেক কষ্ট করে মৃত্যু বরণ করেছে। শিল্পকারখানায় এমন অনিয়ম, শ্রমিকদের প্রতি অন্যায় ও অগ্নিকান্ডে শ্রমিকদের এমন নির্মম মৃত্যু মেনে নেয়া যায় না।
রবিবার (১১ জুলাই) আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল রূপগঞ্জ উপজেলার ভুলতায় সেজান জুস কারখানার আগুনে ভস্মীভূত ভবন পরিদর্শন করে। শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এসব কথা বলেন।
তিনি বলেন, অগ্নিকান্ডে ঘটনার প্রথম থেকেই নিরবিচ্ছিন্ন ভাবে ঘটনাটি অবলোকন করছেন প্রধানমন্ত্রী। ঘটনায় তিনটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মিল কারখানায় কোন প্রকার অনিয়ম চলবে না। পরবর্তিতে কোন
শ্রমিকের যেন এমন করুন মৃত্যু না হয় সে ব্যবস্থাও করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিল্পব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিনাল ক্রান্তি দাস (এমপি), কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহিদ মো. বাদল (ভিপি বাদল), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া প্রমুখ।