নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাড়ছে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। করোনা সংক্রমণ বাড়লেও মেলার শেষ দিনে বেচা-বিক্রিতে এর প্রভাব পড়েনি।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। দুপুরে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
মেলায় ওয়েলকাম গ্রুপের তুরস্কের টার্কি স্টল অলিভ ওয়েল ও ভিনেগার স্টোরের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ছোটন জানান, মূলত তুরস্কের ৬৫ টি আইটেম আমরা এখানে এনেছিলাম। আমাদের প্রায় সব পণ্য শেষ পর্যায়ে। আমাদের বিক্রি ভালো হয়েছে। শেষ দিনেও ভালো ক্রেতার দেখা পাচ্ছি।
তিনি জানান, আমাদের প্রতিটি পণ্যে ২৫০ টাকা থেকে ১৬৫০ টাকা পর্যন্ত ছাড় চলছে।
মেলার ক্রেতা আলী সাবাব টিপু জানান, শেষদিনে কিছু প্রোডাক্ট ক্রয় করতে এসেছি। আশা করছি ভালো মূল্য ছাড়ে পাবো। তবে ভিড়টা একটু বেশি।