সংসদের পক্ষ থেকে কেক কেটে উদযাপন ১৭-৩-২৩ এই সময় উপস্থিত ছিলেন সাক্ষ্যাওয়াত হোসেন ভূঁইয়া
ভাই প্রিন্সিপাল রবিউল আল-আমিন রনি বিপি এডভোকেট হাসান বি এস আমজাদ এডভোকেট শাহাদাত
বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আমাদের জাতীয় জীবনের অন্যতম উৎসব স্বাধীনতার স্থপতি জন্মউৎসব বছরব্যাপী বছরব্যাপী মুজিব বর্ষ পালন আমাদের জন্য এক বিরল পাওয়া বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন তিনি হাজার বছরের হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে এবং সেই বেরিয়ে আসার স্বপ্ন তিনি নিজেই দেখেছেন আমার এবং সাহসিক স্বপ্ন বাঙালি জাতির মধ্যে সংসার করে দিয়েছিলেন তিনি তার জন্মদিনটি আমাদের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারের তিনি এইসব কথা বলেন
জাহিদুল এইছাড়া আরো আছে পিয়াস, আইরিন, ফজলে রাব্বি, সুমন, তুহিন, শামিম, ইরানি, উর্মি, কবিতা, ,নিবেদিতা, রুপক, স্বর্না, সোনিয়া, ফুয়াদ, রুনিয়া আওার, ফারিয়া, রুনা, দোলা, শাহিন।।।।
এড. রবিউল আমিন রনি বলেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এর ১০৩ জন্মবার্ষিক
বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আমাদের জাতীয় জীবনের অন্যতম উৎসব স্বাধীনতার স্থপতি জন্মউৎসব বছরব্যাপী বছরব্যাপী মুজিব বর্ষ পালন আমাদের জন্য এক বিরল পাওয়া বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন তিনি হাজার বছরের হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে এবং সেই বেরিয়ে আসার স্বপ্ন তিনি নিজেই দেখেছেন আমার এবং সাহসিক স্বপ্ন বাঙালি জাতির মধ্যে সংসার করে দিয়েছিলেন তিনি তার জন্মদিনটি আমাদের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে তিনি এইসব কথা বলেছেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইভা বলেছেন
বঙ্গবন্ধুর মতো নেতা শুধু বাংলায় কেন এই গোটা পৃথিবীতে খুব বেশি নেই যিনি একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত থাকেননি দিনের পর দিন লড়াই সংগ্রাম করে গেছেন স্বাধীনতার জন্য এবং সত্যি সত্যি তিনি সেই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন!
১৯৪৭ থেকে ১৯৭১। টানা ২৪ বছরের সেই সংগ্রাম যেন এক মহাকাব্য, যেই কাব্যের ধারাবাহিকতায় কখনো ছয় দফা, কখনো বা সরাসরি ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বাংলাদেশে যোগ্য নেতা নেই বলে আমরা সবসময় হা হুতাশ করি। উন্নত কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সততার সঙ্গে সাধারণ জীবনযাপন দেখলে আমরা খুশি হই। কেউ রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া স্বাভাবিকভাবে ঘুরলে তাকে স্বাগত জানাই। কোনো রাষ্ট্রপ্রধানের কাছে সবসময় সাধারণ মানুষের আসা-যাওয়া থাকলে আমরা তাকে জনপ্রিয় নেতা বলি। কোনো রাষ্ট্রপ্রধান উদার হলে তাকে মহান বলি।
অথচ এই সবকিছুই ছিল বঙ্গবন্ধুর মধ্যে। সারা পৃথিবী খুঁজে বঙ্গবন্ধুর মতো এমন অসাধারণ নেতা পাওয়া দুষ্কর।