বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের জন্য অনেক কিছু করেছেন। পুলিশের জন্য একটার পর একটা উন্নয়ন করেই যাচ্ছেন তিনি। আমি প্রত্যেক বছর পুলিশ লাইন এসে দেখি একের পর এক পরিবর্তন হচ্ছে, উন্নয়ন হচ্ছে।
প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে একটি মসজিদ হচ্ছে। শুধু নারায়ণগঞ্জে না, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়ন কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি সাধুবাদ জানাই।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পুলিশের সাহসিকতা নিজ চোখে দেখেছি। আমাদের বাড়ি রাজারবাগ পুলিশ লাইনের পাশেই ছিল। বাড়ির ছাদ থেকে পুলিশ লাইনের সব দেখা যায়।
একাত্তরের সেই কাল রাত্রিতে শান্তিনগর মোড়ে এত ব্যারিকেড ছিল তা মিনিটের মধ্যে উড়িয়ে দেয় পুলিশ। আমরা বুঝতে পারিনি সামরিক বাহিনী এত শক্তিশালী হতে পারে। সারারাত গোলাগুলি চলে। একাত্তরে স্বাধীনতার জন্য পুলিশ সর্বপ্রথম যুদ্ধ শুরু করে।
মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে যখন ছাত্র ছিলাম, তখন পুলিশকে শত্রু মনে করতাম। বলতাম, এরা তো পাকিস্তানি পুলিশ। এরা আবার আমাদের বন্ধু হয় কীভাবে? সে সময় পুলিশ দেখলে আমরা ইট নিক্ষেপ করতাম। পুলিশের সঙ্গে আমাদের কোন বন্ধুত্ব নেই। কিন্তু এখন আমাদের দেশের পুলিশ জনগণের জানমাল নিরাপত্তা দিচ্ছে।
পুলিশ সুপার মো. জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পিবিআইয়ের জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৮ জন নিহত পুলিশের পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।