
বন্দরে বরাবরের মতই অব্যাহত আছে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
প্রতি সপ্তাহের শুক্রবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পরেশ সাধুর আশ্রমে আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয় স্থানীয় জনসাধারণের মাঝে।
১৪ নভেম্বর শুক্রবারও এর ব্যাতিক্রম হয়নি। দিনব্যাপী এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করেন আবু জাফর আহমদ বাবুল।
সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন মানুষ চিকিৎসা নিতে আসেন। অল্টারনেটিভ মেডিসিন সোসাইটির চেয়ারম্যান ডা. সঞ্জিত কুমার দাস অত্যন্ত আন্তরিকতার সাথে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
আয়োজনস্থলে উপস্থিত রোগীদের সাধারণ রোগের চিকিৎসা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং জরুরি ওষুধপত্র সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। এর পাশাপাশি, স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেওয়া হয়।