শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য: এমপি খোকা

  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৩.৪২ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে তাহেরপুর হাজ্বী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজ্বী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু আসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

তাহেরপুর হাজ্বী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম সুমন,নব- নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, নাজমুল ইসলাম, আক্তার হোসেন, আবুল কালাম আজাদ, ডাক্তার জহিরুল ইসলাম, রুবেল ভূঁইয়া, আলহাজ্ব জাবেদ রায়হান জয়, ডা: হাসমত উল্লাহ, ডা: আজিজ মোহাম্মদ সাইফুর সাঈদ, মোঃ রকিবুল হাসান, মোঃ আইয়ুব, মোঃ জহিরুল ইসলাম, আব্দুস সালাম ভূঁইয়া, হাজী মোঃ আলাউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম মুন্সী, মোঃ ইসমাইল হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আলী আকবর। এসময় উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আমরা জাতির পিতার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি ‘স্বাধীন এই দেশে এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হলো শিক্ষা। আর সেই শিক্ষার সঙ্গে গুণগত মানের আপস করার কোনো সুযোগ নেই। শিক্ষার উন্নয়নের মাধ্যমেই সম্ভব দক্ষ, যোগ্য, সৃজনশীল এবং মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার মাধ্যমে উন্নত, সমৃদ্ধ, সুখীময় বাংলাদেশ অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব।

শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে।

শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকদের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort