বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শামীম ওসমান- গোলাম দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে মামলা সিকিমে প্রেমিকের সঙ্গে একান্তে মধুমিতা জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অ্যানফিল্ডে লিভারপুলের এপিটাফ লিখে কোয়ার্টারে পিএসজি নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ জঙ্গি না.গঞ্জে নন-কমিউনিকেবল ডিজিজ ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন প্রশিক্ষণ কর্মশালা কলাগাছিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি ইউপি সদস্যদের অনাস্থা রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট লোক দেখানো মানবতার ফেরিওয়ালা হতে নয়, মন থেকে মানুষের পাশে থাকতে চাই রোজা রেখেই খেলছেন ইয়ামাল, ইফতার ও সেহরিতে বিশেষ ব্যবস্থা

লোক দেখানো মানবতার ফেরিওয়ালা হতে নয়, মন থেকে মানুষের পাশে থাকতে চাই

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০.১৫ পিএম
  • ২ বার পড়া হয়েছে

জান্নাত জাহা : বাংলাদেশের বৃহত্তর বৃহত্তর ফ্যাক্টরি ও কলকারখানায় ঘনবসতি, পিরোজপুর ইউনিয়নটি সোনারগাঁও উপজেলা এই ইউনিয়নে গত সময়ে যিনি চেয়ারম্যান ছিলেন, তার চেয়েও অধিক জনপ্রিয় তিনি আর কেউ নয় তার নাম মাসুম রানা বিএনপির নেতা। পিরোজপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ জনগণের মত প্রকাশ জানতে চায় সাংবাদিকরা, সাংবাদিকদের জানানো হয়, আমরা পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা আমাদের প্রিয় মুখ মাসুম রানা আমাদের পাশে যেভাবে ছিলো আছে আমরা কখনো তার কাছে গেলে খালি হাতে ফিরিনি কোরোনা কালীন সময় থেকে আমাদের পাশে ছিল।অন্য চেয়ারম্যানরা লোকদেখানো জনপ্রিয়তায় ভিমোর ছিলেন পরিষদ কখনো বসেনি,আমাদের কোন মুল্যায়নকরেনি আমরা পজার মতো ছিলাম, কিন্তু মাসুম রানা আমাদের ইউনিয়নে সাধারণ জনগণের সাথে পাশে ছিল। আমরা পিরোজপুরের চেয়ারম্যান হিসেবে আগামীতে মাসুম রানাকে চাই। সাংবাদিকরা গ্রামবাসীর মতামত জানার পর বিএনপির নেতা মাসুম রানার সাথে দেখা করে তার নিজ বাসভবনে। তারপর তাকে প্রশ্ন করে” আপনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি চরমোনাই করতেন তো এখন আবার বিএনপি করেন, এতে করে কি আপনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন না? সাংবাদিকের প্রশ্নের জবাবে মাসুম রানা বলেন, চরমনাই আমরা পারিবারিকভাবে করি, বাবা করেছে আমিও করি এই চরমোনায় আমি মুরিদ। আমি দীর্ঘ বছর ধরে বিএনপির দল করি। আর মান্নান ভাইয়ের হাতে হাত রেখে রাজপথে থাকি। সাংবাদিকের আরেক প্রশ্ন: আপনি আগামীতে জনপ্রতিনিধি হলে বিশেষভাবে এলাকায় কি করতে চান? দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন”আমি জনপ্রতিনিধি ছাড়াই নিজের অর্থে মাদ্রাসা মসজিদ দূরদিন থেকে সাধারণ মানুষের ছোট ছোট চাহিদা গুলো আমি পূরণ করার চেষ্টা করেছি। আর আল্লাহ তায়ালা যদি আমাকে সেই সুযোগ দেয় তাহলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এক পয়সা নিজের কাজে লাগাবো না। আসলে সাধারন মানুষ আমাকে চায় তাই তাদের জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ সরকারি থেকে অনুদান আসে যা অনেক চেয়ারম্যান তাদের বঞ্চিত করে। আমি চেয়ারম্যান হলে আমার নিজের কিছু পাওয়ার নাই আল্লাহ তায়ালা আমাকে সব দিয়েছে সাধারণ মানুষের হক নষ্ট করবো না।। সাংবাদিকের আরেক প্রশ্ন : আপনার ইনকাম সোর্স কি? জবাবে মাসুম রানা বলেন, বাবা দাদার সম্পদ আর তাছাড়া চাউলের ব্যবসা করি সেখান থেকে লাভ আসে। এটা দিয়েই আমি চলি।। সাংবাদিকের লাস্ট প্রশ্ন :আগামী নির্বাচনে জয়-পরাজয়ে আপনি কতটা আশাবাদী? প্রশ্নের উত্তরে বলেন – ৮০ পার্সেন্ট ভোট বেশি পেয়ে জয়লাভ করবো ইনশাল্লাহ, কিছু সংখ্যক লোক আছে যারা আমার পিছনে লেগে আছে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাছে, আমাকে দমন করার জন্য। তাদের নামে আমার কিছু বলার নাই শুধু বলার একটাই কথা আল্লাহ তাদের হেদায়েত দান করুক এ বলে শেষ করলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort