রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের! রোনালদো-তোরেস-রেতেগির পেনাল্টি মিস, তবুও জিতল পর্তুগাল-স্পেন-ইতালি ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ আওয়ামী লীগের লোকজন হিন্দুদের সম্পত্তি জবরদখল করত : বাবুল “১৪ ঘণ্টা জিম্মি লাশ” দায়িত্বের বাইরে গিয়েও মানবিকতার উজ্জল দৃষ্টান্ত দেখালেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নারায়ণগঞ্জে ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু টেকসই উন্নয়ন ও আধুনিক নারায়ণগঞ্জ গড়তে সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে চান প্রফেসর আলিয়ার হোসেন নারায়ণগঞ্জে জুমার পর বিএনপি নেতা বাবুলের গণসংযোগ, ৩১ দফার লিফলেট বিতরণ মহানগর ২২ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বনভোজন বন্দরে আবু জাফর বাবুলের ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ অনুষ্ঠিত

রোনালদো-তোরেস-রেতেগির পেনাল্টি মিস, তবুও জিতল পর্তুগাল-স্পেন-ইতালি

  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১২.২২ পিএম
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা (১৪১) ক্রিশ্চিয়ানো রোনালদো যথারীতি পারফর্ম করে চলেছেন ক্লাব ও জাতীয় দলে। গতকাল (শনিবার) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু মিস করেছেন পেনাল্টি। অবশ্য রাতটাই ছিল পেনাল্টি মিসের। রোনালদো-তোরেস-রেতেগি-হালান্ড প্রত্যেকেই নিজেদের ম্যাচে সুযোগ হারিয়েছেন। তবুও জিতেছে তাদের দল।

পর্তুগাল বাছাইয়ের ম্যাচ খেলতে নেমেছিল আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। ম্যাচজুড়ে রোনালদো-ব্রুনো-পেদ্রোরা দাপট দেখালেও তাদের জয়নির্ধারণী গোল পেতে ৯১ মিনিট (যোগ করা সময়) পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সর্বশেষ নেশন্স লিগের চ্যাম্পিয়নরা ৭০ শতাংশ বল দখলে রেখে ৩০টি শট নেয় আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে ৬টি লক্ষ্যে ছিল। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে রুবেন নেভেস গোল করে ড্র (১-০) থেকে বাঁচিয়েছেন পর্তুগালকে।

পর্তুগিজদের জয়টা আরও সহজ হতে পারত ৭৫ মিনিটে রোনালদো পেনাল্টি মিস না করলে। বাছাইয়ের আগের দুই ম্যাচে তিনি অবশ্য তিন গোল করেছিলেন। এ ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল পর্তুগাল। একই রাতে জর্জিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে স্পেনের জয় এবং এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি।

স্পেনের ম্যাচটিও ছিল একপেশে। জর্জিয়ার বিপক্ষে ৮৩ শতাংশ পজেশনের পাশাপাশি ২৪ শটের ৭টি লক্ষ্যে ছিল তাদের। স্প্যানিশদের পক্ষে একটি গোল করেছেন ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবাল। এই ম্যাচেও পেনাল্টি মিসটা করেছেন ফেররান তোরেস। ২৯ মিনিটে স্পটকিকে তিনি গোল করতে ব্যর্থ হন। তবে ২-০ ব্যবধানে জিতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান তুরস্কের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort