নারায়ণগঞ্জে রেস্তোরাঁ ব্যবস্থাপক শফিফুর রহমান কাজলকে (৫৫) গুলি করে হত্যার ঘটনার পর লাশ পাশে রেখে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগগঞ্জ শহরের চাষাঢ়ায় আঙ্গুরা শপিং কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিলটি হয়।
বিক্ষোভ মিছিল থেকে চাষাঢ়ার আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আজহার তালুকদার ও তাঁর ছেলে আরিফ তালুকদারের ফাঁসির দাবি করা হয়।
শহরের চাষাঢ়ায় আঙ্গুরা শপিং কমপ্লেক্সের নিচতলা ও দোতলা একাংশ কমপ্লেক্সের মালিক আজহার তালুকদারের কাছ থেকে ভাড়া দেন শুক্কুর আলী। সেখানে ‘সুলতান ভাই কাচ্চি’ নামের একটি রেস্তোরাঁ দিয়েছেন তিনি। গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১০টায় পানির বিল নিয়ে কাথা কাটাকাটির এক পর্যায়ে ‘সুলতান ভাই কাচ্চি’ নামের একটি রেস্তোরাঁয় ডুকে ভবনের মালিক বৈধ অস্ত্র ব্যবহার করে গুলি ছুড়েন। এতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ‘সুলতান ভাই কাচ্চি’র সামনে লাশ আনা হলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি অভিযোক্ত আসামীর সর্বোচ্চ দাবি মৃত্যুদণ্ড।
স্থানীয় এলাকাবাসী জানান, অস্ত্র কাকে দেওয়া হয়, সে অস্ত্র বহন করার যোগ্য কিনা তা দেখে প্রশাসনের অস্ত্রের লাইসেন্স দেওয়া উচিৎ। একই সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও আজহার তালুকদারের বিচার চাইছি।
একই দাবি করেছেন দোকানের ভাড়াটিয়া শুক্কুর আলী বলেন, পানির বিল নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে বাড়ি থেকে পিস্তল এনে ফাঁকা গুলি ছুড়তে থাকেন আজহার তালুকদার। তখন রেস্তোরাঁর ব্যবস্থাপক শফিফুর রহমান কাজলের পেটে ২টি গুলি লাগলে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
অভিযুক্ত আজহার তালুকদারের বিচারের দাবি করে ছোট ভাইয়ের স্ত্রী শামীমা বেগম বলেন, অপরাধী যেই হোক না কেন আমরাও তার বিচার চাই।
এদিকে, অভিযুক্ত আজহার তালুকদার ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।