রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ সামাজিক সংগঠনের উদ্যোগে (বৃহস্পতিবার) ১৬ ডিসেম্বর স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদেও শারিরিক কসরত, প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রূপগঞ্জ উপজেলা স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ্জাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমান, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান তারেক, ওবায়দুল মজিদ জুয়েল, আলহাজ্ব হাবিবুর রহমান, আব্দুল মান্নান মুন্সী, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।