শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক তুহিন হত্যা: ৭ জন গ্রেপ্তার রূপগঞ্জে মাদক-সন্ত্রাসীর ঠাঁই নেই: দিপু ভুঁইয়া ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান করেন হাইওয়ে পুলিশ কষ্টের ফেরিওয়ালা বই দ্বারা সর্ব মহলে সুখ্যাতি অর্জন করেন কবি এস. এ. বিপ্লব ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না নিষেধাজ্ঞা থেকে ফিরেই মুশফিকের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের তারকা ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করল অ্যামাজন-ওয়ালমার্টসহ বৈশ্বিক ব্র্যান্ডগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন চাঁদাবাজি নয়, ভিডিও ধারণ করার কারণে খুন হন সাংবাদিক তুহিন না’গঞ্জে বিএনপির দুই নেতা চাঁদাবাজির অভিযোগে কারাগারে

রূপগঞ্জে মাদক-সন্ত্রাসীর ঠাঁই নেই: দিপু ভুঁইয়া

  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২.৫৩ পিএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সন্ত্রাসীদের ঠাঁই নেই বলে হুশিয়ারী দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। শুক্রবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সাওঘাট এলাকায় আয়োজিত মহিলাদের নিয়ে এক ওঠান বৈঠকে এ হুশিয়ারি দেন। হাজার হাজার নারীদের উপস্থিতিতে ওঠান বৈঠকটি জনসমাবেশে রূপ নেয়।
বৈঠকে উপস্থিত নারীরা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু প্রত্যেকের প্রশ্নের জবাব দেন। এ সময় নারীরা এলাকার জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভুমিদস্যু নিয়ন্ত্রণের দাবি জানান। জবাবে দিপু ভুঁইয়া বলেন, শুধু গোলাকান্দাইল ইউনিয়ন নয়, পুরো রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনের জন্য সকল খাল উদ্ধার করা হবে। জলাবদ্ধতা নিরসনের জন্য স্থায়ীভাবে স্লুইচ গেইট চালু রাখা হবে। তাছাড়া এলাকায় একাধিক স্কুল, মাদ্রাসাকে সরকারিকরণ করা হবে। শিল্পাঞ্চল খ্যাত রূপগঞ্জকে আধুনিক শহরে রূপান্তর করার আশ^াস দেন দিপু ভুঁইয়া।
সভাস্থলের বাইরে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অবস্থান নিয়েছিলেন। অনুষ্ঠানের আয়োজক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, শাহীন মিয়া, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মোমেন ভুঁইয়া, জাকির হোসেন, নাঈম ভুঁইয়াসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গোলাকান্দাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মহিলারা দলে দলে মিছিল নিয়ে ওঠান বৈঠকে যোগ দেন। অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করতে সভাস্থলে ওমর হোসেন, বাবু, নাঈমকে মহিলাদের মাঝে শরবত ও বিস্কুট বিতরণ করতে দেখা গেছে। নারীদের জন্য একটি সেলাই মেশিন প্রশিক্ষণের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলেও মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort