নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে পানিবন্দী মানুষের মধ্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন(১৯ আগস্ট সোমবার) বেলা ১১ টা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এলাকার দুস্থ ও পানিবন্দী মানুষের সাহায্যের জন্য এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইরিন সুলতানা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম,গোলাকান্দাইল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জনপ্রতিনিধি ও
সমাজসেবকরা।জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। আমরা চেষ্টা করছি সবাইকে সহযোগিতা করতে।
ত্রাণ বিতরণের পাশাপাশি পানিবন্দী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত গ্রহণেরও নির্দেশ দেন তিনি এই সময় ক্ষতিগ্রস্তরা সরকারি-বেসরকারি আরও সাহায্য কামনা করেন।পাশাপাশি গোলাকান্দাইল ইউনিয়নের দুটি পানির পাম্প উদ্বোধন করা হয়।