
রূপগঞ্জ উপজেলার প্রশাসনিক শিক্ষা কৃষি ভবনের এসি চুরির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম (জয়) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন গঙ্গানগর এলাকার মৃত ফটিক মিয়ার ছেলে শাকিল (২৪), পশ্চিমপাড়া এলাকার ইয়াসিনের ছেলে সাকিব (২৩), মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আনোয়ার, সুফি আনোয়ার হোসেনের ছেলে আবুজর গিফারী, আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে জুলহাস(৪৪)।
রূপগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান বলেন, সোমবার (১৮ নভেম্বর) রাতের যেকোন সময় উপজেলা পরিষদের কৃষি অফিস, শিক্ষা অফিস ও প্রকল্প অফিসের ৩ টি এসি চুরির ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা এবং চুরিকৃত একটি এসি উদ্ধার করা হয়। বাকী মালামাল উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে চুরির মালামাল উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্ত ৫ আসামীকে ভোরে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়।