স্টার রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৩ এপ্রিল) আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধের বিষয়টি আলোচনায় স্থান পায়।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো, গোলাকান্দাইল ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নাছির উদ্দিন, রূপগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিক সুলতান মহিউদ্দিন, মো. রাজু আহমেদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের গৃহিত পদক্ষেপের প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও জনগণের সম্মিলিত সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।