সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৭ উইকেটের জয়ে ৯ বছরের খরা কাটাল বাংলাদেশ মমতার দলে যোগ দিচ্ছেন ঋত্বিকা, গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ডেভিল হান্ট’, ‘চিরুনি অভিযান’ কি ব্যর্থ? উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান বিক্ষোভ সমাবেশে শত ‘শত নেতা কর্মী নিয়ে যোগদান করেন আব্দুল্লাহ হক শাকুর রিয়াদ চৌধুরীর মামলা বাণিজ্যের ভয়ংকর তথ্য ফাঁস চাষাঢ়া হেলথ রি‌সো‌র্টে ভুল চি‌কিৎসায় রোগী মৃত‌্যুর অ‌ভি‌যোগ সময় এসেছে—দেশ গড়ার, নেতৃত্ব হোক জনতার, চাঁদাবাজদের নয় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা থেকে অজ্ঞাতনামা ৩ লাশ উদ্ধার তারেক রহমান ১৬বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে : মুহাম্মাদ সাদরিল

রিয়াদ চৌধুরীর মামলা বাণিজ্যের ভয়ংকর তথ্য ফাঁস

  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫, ২.১৪ পিএম
  • ০ বার পড়া হয়েছে

বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে মামলা বাণিজ্য সহ নানা অভিযোগের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান বিল্লাল ফোনে কোন এক ব্যক্তির সাথে কথোপকথনের সময়ে এ বিষয়ে নানা কথা বলেন। এ ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়।
ফাঁস হওয়া অডিও রেকর্ডে ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান বিল্লাল বলেন, আপনে বলেন নাসির ভাইয়ের কথা। নাসির ভাই কি তাদের চিনেনি। রিয়াদ চৌধুরীর আপনাদের নাম দেয়। এখানে রিয়াদ চৌধুরী ও নাসিরের নাম বলতে পারেন। অথচ সেখানে আমার নামে অভিযোগ দিছে। আমার মামলা দিয়া অভিযোগ হইছে। মামুনের মামলা। রিয়াদ চৌধুরীর মামলা। বিভিন্ন জায়গার লোক তার কাছে নাম দেয়। হেরা নাম সংগ্রহ করে। সেখানে মামলা তো নাসির ভাই করে নাই। আমিতো আপনার কাছ থেকে চেয়ে একটা টাকাও নেই নাই, নাকি মিথ্যা কথা। তাহলে এ কাজটা করলেন কেন? ক্ষতিটা করলেন কেন? বুঝতে পারছি, হতিনের পোলার দোষ সবসময় বেশি হয়।
এখন থেকে যত মামলা হবে আমি ওদের নামে দেব। আজকে থেকে আমি ওদের বিরুদ্ধে গেলাম। আর আপনার নামেও একটা মামলা বাদ যাবে না। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করছেন না। আমি আপনার উপকার করছি। অথচ সেখানে আপনি আমার নামে বিচার দিয়ে হেডকোয়াটারেে উল্টাপাল্টা বলাইছেন। সুমন কোন সাংবাদিক দিয়ে অভিযোগ দিয়েছে আমিতো সুমনের সাথে ৪০ বছর ধরে কথা বলিনা।
চৌধুরী সাহেবের (রিয়াদ চৌধুরী) আগে পরে যেগুলো মামলা হয়েছে সেগুলো কী নাসিরকে জিজ্ঞাসা করে দিছে। এই কেসের বাদীর সাথে কথা বললে জানতে পারবেন সেখানে আমাদের দোষ কোথায়? এখন আমার নাম দিয়ে অভিযোগ করছে এক সাংবাদিকরে দিয়া।
এ বিষয়ে জানাতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান বিল্লাল বলেন, রাজনীতি করতে গেলে অনেক কথা বলতে হয়। কিন্তু ফোনালাপের একটি পক্ষের কথা বাদ দিয়ে শুধু আমার কথা প্রকাশ করেছে। এখানে এক পক্ষের কথা প্রকাশ করা হয়েছে। সুতরাং বিষয়টি স্পষ্ট যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার কথাগুলো প্রকাশ করেছে একটি পক্ষ। অনেকদিন আগে ঢাকায় বসে একটি ব্যপারে কথা হলে কে বা কারা এই রেকর্ডটি করে আমাকে ঘায়েল করার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার ঘনিষ্ঠ গোষ্ঠী নিয়ে প্রথমে বিভিন্ন ব্যবসায়ীর নিকট মোটা অংকের টাকা দাবি করেন। যারা এই দাবি প্রত্যাখ্যান করেন, তাদের ব্যবসায়িক স্থাপনা এবং বাসস্থানে হামলা চালানো হয়। হামলা ও হুমকি দিয়েও যখন চাহিদামতো টাকা আদায় সম্ভব হয়নি, তখন শুরু হয় আরেকটি ‘খেলা’—মামলার খেলা। একটি নির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়, যার উদ্দেশ্য একটাই—হয়রানি করে ঘায়েল করা। এর মধ্যে উল্লেখযোগ্য ভুক্তভোগী হলেন-ফতুল্লার আলহাজ আলাউদ্দিন হাজীর ছেলে আক্তার হোসেন এবং সুমন হোসেন । অভিযোগ রয়েছে, তাদের বাসায় সন্ত্রাস গুণ্ডা বাহিনী নিয়ে হানা দেওয়া হয়। এবং বিভিন্ন মামলায় তাদেরকে আসামি করা হয়।
এর আগে, গত১৩মেএকব্যবসায়ীকে হুমকিদেওয়ারঅডিওক্লিপফাঁসহয়।পরেঅডিওক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালহয়।সেইঘটনার জের ধরে ১৫ মে সকালে বিমানবন্দর থেকে রিয়াদ চৌধুরীকে আটক করা হয়। সেই সাথে বিএনপি দল থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই চাঁদাবাজীর ঘটনায় ফতুল্লা মডেলথানায়এসআইশামীমহোসেনবাদীহয়েমামলাদায়েরকরেন।মামলায়রিয়াদকে আসামিকরাহয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort