আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার জানিয়েছে, যদি রাশিয়া ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে মধ্য ইউরোপের কয়েকটি দেশ ক্ষতিগ্রস্ত হবে।
এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়বে হাঙ্গেরি, স্লোভাকিয়া, ইতালি ও চেক রিপাবলিকের ওপর।
তারা যদি বিকল্প গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে না পারে তাহলে তাদের অর্থনীতি স্থবির হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইএমএফ।
প্রতিষ্ঠানটির গবেষকরা একটি ব্লগে জানিয়েছেন, যদি রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে কিছু কিছু দেশে গ্যাসের ব্যবহার প্রায় ৪০ ভাগ কমিয়ে দিতে হবে।
এর মধ্যে হাঙ্গেরির অবস্থা সবচেয়ে বেশি খারাপ হবে। রাশিয়ার গ্যাস আসা বন্ধ হলে তাদের অভ্যন্তরীণ উৎপাদন প্রায় ৬ ভাগ কমে যাবে।
অন্যদিকে বিকল্প গ্যাসের ব্যবস্থা না করতে পারলে স্লোভাকিয়া এবং চেক রিপাবলিকের জিডিপি কমে যাবে ৫ ভাগ।