লেখা হলো নতুন ইতিহাস। দুই যুগের বার্সালোনা অধ্যায়ের সমাপ্তি ঘটলো। শেষ পর্যন্ত স্পেন ছেড়ে ফ্রান্সে পাড়ি জমালেন ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি।
পিএসজিতে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই সত্যি হলো। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন এমনটাই লিখছে আন্তর্জাতিক গণমাধ্যম। হবে দুই বছরের চুক্তি। ফ্রান্সে চুক্তির জন্য গিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক সতীর্থ নেইমার।
দুই বছরের চুক্তি হলেও এটাকে তিন বছরের করে ফেলতে পারবেন মেসি।
মেসি পিএসজি থেকে প্রতি বছর ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪৮ কোটি টাকা) করে পারিশ্রমিক পাবেন।।