বন্দরের কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় সাংবাদিক ও কলামিস্ট বিভূরঞ্জন সরকার (৭১) এর মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার চরবলাহিস্থ মেঘনা নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করে মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের গায়ে ছিল ব্রাউন কালারে হাফ শার্ট ও কালো রং জাইঙ্গা। এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানী রমনা থানার সিদ্ধেশ্বরীস্থ তার নিজ বাড়ি থেকে বের হয়ে ওই সাংবাদিক নিখোঁজ হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত কয়েক দিন পূর্বে সাংবাদিক ও কলামিস্ট বিভূরঞ্জন সরকার (৭১) নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তার ছেলে ঋত সরকার বাদী হয়ে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করে। জিডি দায়েরের পর শুক্রবার (২২ আগস্ট) রমনা থানার ওসি গোলাম ফারুক জিডি বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।
এ ব্যাপারে কলাগাছিয়া ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক ছালে আহাম্মদ পাঠান জানান, শুক্রবার দুপুরে এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার চরবলাহিস্থ মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।