চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌপুলিশের পৃথক অভিযানে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত উত্তর উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ।
আটককৃত ব্যক্তিরা হলেন—শরীয়তপুর জেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আমান উল্যাহর ছেলে শাহ আলম ব্যাপারী (৩২), হানিফ মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৪০) ও করিম ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী (৩০), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবদপুর এলাকার আজিজ মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫০), একই এলাকার মৃত খয়বর আলীর ছেলে আতাউর রহমান (৪৫) এবং বাল্কহেডের সুকানি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বালুচর এলাকার বাচ্চু দেওয়ানের মো. খলিল (৩২) এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার মা. আবু তাহেরের ছেলে মনির হোসেন (৩০)।