নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ২ কোটি ৮১লাখ ৪ হাজার২০০ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২কোটি ৫৭ লাখ ১৩ হাজার ৮৫০টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে । বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসন, অনুষ্ঠানে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান এ বাজেট ঘোষণা করেন।
মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রিয়াজউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক মো. আল আমিন, ইউপি সদস্য মানিক মিয়া,রায়হান মিয়া রনি, আজাহার হোসেন,শপিকুল ইসলাম ডালিম,গোলাম মোহাম্মদ ভূইয়া, লাভলী আক্তার, জীবন্নেসা,রেহানা আক্তার, সহ আরো অনেকে। বাজেটে যোগযোগ খাত, শিক্ষা, স্বাস্থ্য, পয়:নিষ্কাশন ও বজ্র ব্যবস্থাপনায় বেশি বরাদ্দ রাখা হয়েছে। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এ বছর ইউনিয়ন পরিষদের কোনো ধরণের কর বৃদ্ধি করা হয়নি।