বন্দর প্রতিনিধি:- বন্দর উপজেলা মুছাপুর ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়। ১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড পাতাকাটা বৈরাঙ্গীরপাড় (দাসেরগাও) এলাকায় ও বিকেল ৫ ঘটিকার সময় ২নং ওয়ার্ড বাটগাও ব্রীজের সামনে দুইটি ক্যাম্প উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।
অস্থায়ী ক্যাম্প উদ্বোধনকালে চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন বলেন, বর্তমান সময়ে মুছাপুর ইউনিয়নে কোন উন্নয়নমূলক কাজকর্ম নেই। নেই কোন উন্নয়নের ছোয়া। এমনকি জন্মনিবন্ধন, বিধবা ভাতা,প্রতিবন্ধীভাতা সহ সকল ভাতা দেয়া বন্ধ করে দেয়া হয়েছে। তাই সাংসদ সেলিম ওসমানের অনুরোধে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। তাই আপনারা জনগন আমাকে যোগ্য মনে করে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সকল আশা আকাঙ্খা পূরন করে যাব। আমি মুছাপুর ইউনিয়নে নির্বাচন করতে চাইনি। সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান আমাকে যোগ্য মনে করেছেন। তাই মুছাপুর ইউনিয়ন জনগনের সেবা করার প্রত্যাশায় আমার নাম প্রস্তাব করেছেন। আমি এমপি মহোদয়ের সম্মানার্থে মুছাপুর ইউনিয়নবাসীর পাশে থেকে জনগনের সেবা করতে চাই। অবহেলিত মুছাপুর বাসীকে একটা আতংক থেকে পরিত্রান দিতে চাই। দীর্ঘদিন ধরে একটা আতংক জিম্মি করে রেখেছে। তাই এই ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই। গতকাল দাশেরগাও ক্যাম্প উৎবদন করে যাওয়ার পর,,আমাদের ক্যাম্প ভেঙে ফেলা হয়,,কাপর ছিরে ফেলা হয়। এবং আজ ১৬-০৬-২০২৪ইং বাদ আছরের পর বাটগাও এলাকায় ক্যাম্প উৎবদন করার সময়, ১৫_২০ টি হোন্ডা বাহিনি আমার লোকজনকে হুমকি দামকি দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের নেতৃত্ব দেন মো: নুরে আলম, শারফুল, হারুন, রানা, রুবেল, আলী আক্কাস সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ২নং ওয়ার্ড মালিবাগ বাটগাও এলাকায় ক্যাম্প উদ্ভোধন করেন।