ফতুল্লার চানমারী বেইলি স্কুল গলির সামনের রাস্তায় দুলাল (২০) নামের এক চালককে ছুরিকাঘাত করে হত্যার পর তার ব্যাটারিচালিত মিশুক গাড়ি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার শাসনাগাওয়ের রতন মিয়ার ভাড়াটিয়া তাহেরের পুত্র ফুয়াদ (২০) ও একই থানার একই গ্রামের শহিদের পুত্র সোহেল (১৯)।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে তাদের কে ফতুল্লা থানার চানমারি আর্মি মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা কামাল (ওয়ান) জানায় চলতি বছরের ১২ আগস্ট রাত আনুমানিক তিনটার দিকে চানমারিস্থ বেইলি স্কুল রোড গলিতে মিশুক চালক দুলাল(২২) কে ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাই করে নিয়ে যায় ব্যাটারিচালিত মিশুক।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই আলাল বাদী হয়ে অজ্ঞাত দূবৃত্তদের আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার ভোর রাতে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চানমারি আর্মি মার্কেটের সামনে অভিযান চালিয়ে ফুয়াদ ও সোহেল কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদলাতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
নিহতের বড় ভাই আলাল জানান, নিহত দুলাল তল্লা গ্রীন রোডের স্বপনের গ্যারেজের রিকশা ভাড়ায় চালাতো। ঘটনার দিন ১২ আগস্ট রাত সোয়া নয়টার দিকে রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়। রাত একটার দিকে গ্যারেজ থেকে একটি ব্যাটারিচালিত মিশুক নিয়ে বের হয়।
ভোর সাড়ে পাঁচটার দিকে গ্যারেজের ম্যানেজার মো. জহির তাকে ফোন করে জানায় যে, তার ভাইকে হত্যা করে মিশুকটি নিয়ে গিয়ে ছিনতাইকারীরা।
স্বপনের গ্যারেজের অপর রিকশাচালক শাহালম জানান, রাত তিনটার দিকে ওই পথ দিয়ে আসার সময় বেইলি স্কুলের সামনের রাস্তায় নিহত দুলালের রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে গ্যারেজের মালিক ও ম্যানেজারকে বিষয়টি জানান।
নিহত দুলাল শেরপুর জেলার জিনাইগাতি থানার দুদন গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র ও ফতুল্লা মডেল থানার তল্লা গ্রীন রোড মির্জা বেগমের বাড়ির ভাড়াটিয়া।