নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়াম্যান সালমা ওসমান লিপি বলেছেন, মানুষকে সেবা করার জন্য প্রচার প্রচারনা দরকার নেই। তবে প্রচারণা এই কারণে দরকার আমাদের দেখে আরো অনেকে এগিয়ে আসবে। এই ধরণের কার্যকলাপে। যে কার্যকলাপে সুবিধা বঞ্চিত মানুষ কিছুটা সেবা পাবে। আমাদের দেখে কেউ অনুপ্রেরিত হবে, এটা আমাদের জন্য আল্লাহতায়ালার একটি রহমত। সেই মানুষটার উপর আল্লাহ রহমত আছে কারণ তার ধারা ভালো কাজ হচ্ছে। সবার ধারা হয় না। এটা দেখে সবাই এগিয়ে আসবে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পটির আয়োজন করা হয়।
সালমা ওসমান আরো বলেন, আজকে উনারা ( ডাক্তার) এখানে দেড়শ রোগী দেখবেন। আমাদের লক্ষ্য হচ্ছে রোগিরা যেনো ভালো চিকিৎসা পায়। আমার মনে হয় এখানো আরো বেশি লোক এসেছে। এখান থেকে ফ্রী মেডিসিনও দেয়া হবে। যাদের দরকার তারা ফ্রী মেডিসিনও পাবেন। এমন যদি কোন রোগীকে হাসপাতালে ভর্তি করা লাগে তার ব্যবস্থা করা হবে। আমাদের এখন পর্যন্ত বেশ কয়েকজন পেসেন্ট হাসপাতালে আছেন। তাদের চিকিংসা করে যাচ্ছি।
তিনি বলেন, করোনা একসময় এমন রোগ ছিল কারো হলে তার চেহারার দিকে তাকাতেও মানুষ ভয় পেত। তবে আজকে পরিস্থিতি ভিন্ন। এখন আমরা সকলে এখানে ফ্রী মেডিকেল ক্যাম্প করতে পারছি। আমরা সকলে মিলে যে অন্তরে ধারণ করি ‘সেভ দ্যা পিপল, সেভ দ্যা হিউম্যানিটি’। আমরা আজ সেটা করতে পারছি। আমার পরিবারেও ডাক্তার আছে। এটা তাদের জন্য সদকায়ে জারিয়া৷ আমাদের তাদের জন্য দোয়া রইল তারা যেন তাদের পেশায় সফলতা পান। তার যেনো মানুষের সেবা দিতে যেনো সব সময় সুযোগ পান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপাার মো: জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আইনজিবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড়শ অধিক নারী পুরুষকে ফ্রি চিকিৎসা ও ফ্রি ওষুধ দেওয়া হয়।