নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, মাদকাসক্তি’ নারায়ণগঞ্জের অন্যতম একটি সামাজিক সমস্যা। মাদকের প্রতি আসক্তি এক ধরনের ভয়ঙ্কর অসুস্থতা।
শুক্রবার (৯ আগস্ট) জেলা কারাগারের ভেতরে মাদকাসক্ত বন্দিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে এক মোটিভেশনাল সভার তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তির পক্ষে কখনো কখনো এই নেশার জীবন থেকে বের হয়ে আসার ইচ্ছা পোষণ করাও অসম্ভব হয়ে যায়। কারণ তার চিন্তা, চেতনা এবং শারীরিক সামর্থ্য সবকিছুই মাদকের প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত হয়।
বক্তব্য দানকালে অনেক বন্দিই কান্নায় ভেঙে পড়েন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রার্থনা করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাস ও জেলা কারা গারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষার্থী, যুব সমাজ, সর্বোপরি সর্বস্তরের জনগণকে মাদকের এই ভয়াবহ করালগ্রাস হতে রক্ষা করার জন্য বিভিন্ন স্কুল, কলেজ, পোশাক শিল্পসহ গ্রামে, ইউনিয়নে, উপজেলায় মাদকবিরোধী গণআন্দোলন গড়ে তোলার জন্য একের পর সভা ও সমাবেশ করা হচ্ছে।